টেকনাফ ৩ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার সকালে টেকনাফের উত্তর মন্ডলপাড়ার রাস্তার পাশে সুপারি-নারিকেল বাগানের ঝোঁপ থেকে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১১ কোটি ১০ লাখ টাকা।

তবে ঘটনাস্থল থেকে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যাওয়া কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

টেকনাফস্থ বিজিবি ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে খবর পান টেকনাফস্থ উত্তর মন্ডলপাড়ার রাস্তার পাশে সুপারি-নারিকেল বাগানে ইয়াবা ক্রয়-বিক্রয় হবে। তাই নাজিরপাড়া বিওপির একটি বিশেষ টহল দল ওই স্থানে অবস্থান নেয়। পরে টহল দল কয়েকজন লোককে সুপারি-নারিকেল বাগানে অবস্থান করতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা ব্যবসায়ীরা দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। তাদের আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে টহলদল বাগানে তল্লাশি করে একটি ঝোঁপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।