টেস্টে ভারতের বিপক্ষে এটি মুশফিকের দ্বিতীয় সেঞ্চুরি।

ক্রীড়া ডেস্ক : টেস্টে মুশফিকুর রহিমের অভিষেকটা হয়েছিল ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে। সেরাটা দিয়ে ক্রমেই বাংলাদেশ ক্রিকেটে নিজের অবস্থান তৈরি হরে নেন তিনি। ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন টাইগার দলপতি মুশফিক।

টেস্টে এটা মুশফিকের পঞ্চম সেঞ্চুরি।যেখানে তার বেস্ট ২০০। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৯ রানের চমৎকার একটি ইনিংস খেলেছেন তিনি।

ভারতের হায়দরাবাদে টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বাংলাদেশের ব্যাটিং কান্ডারি হিসেবে আবির্ভাব হয় মুশফিকের। ভারতের পাহাড়সম রানের বিপরীতে ব্যাট হাতে দলকে একাই অনেক দূর টেনে আনেন তিনি।

হায়দরবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল তৃতীয় দিনে ৮১ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিক। আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেই গতকালের নির্ভরযোগ্য সঙ্গী মিরাজকে হারান তিনি। দিনের শুরুতেই ভুবনেশ্বর কুমারের করা প্রথম ওভারের চতুর্থ বলেই মিরাজ বোল্ড হলে কিছুটা ধাক্কা খান মুশফিক। তারপরও দৃঢ়তার পরিচয় দিয়ে ক্রিজে আকড়ে থেকে সেঞ্চুরি তুলে নেন টাইগার অধিনায়ক।

উমেশ যাদবের করা ইনিংসের ১১৭ তম ওভারের প্রথম বলটিকে বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। সেঞ্চুরি করতে ২৩৭ বল মোকাবেলা করে ১৩টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। টেস্টে ভারতের বিপক্ষে এটি মুশফিকের দ্বিতীয় সেঞ্চুরি।