
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম থেকে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এ সময় চার যুবককে আটক করা হয়।
মঙ্গলবার রাতে মহানগরীর পাঁচলাইশ থানার হাজী নুর আহম্মেদ সড়কের আলফালাহ গলির সামনে থেকে তাদের আটক ও ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- মো. জিয়াবুল হক জিয়া (১৮), মো. হাসেম (২৮), আবদুস ছবুর (২৪) ও আবুল হোসেন (২৮)।
র্যাব-৭ এর লে. কমান্ডার আশেকুর রহমান জানান, আলফালাহ গলির সামনের রাস্তায় কয়েকজন যুবক ইয়াবা নিয়ে অবস্থান করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে চার যুবককে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১৫ হাজার ইয়াবা পাওয়া যায়। আটককৃতদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।