নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের পর উদ্ধার করে সিলমুন এলাকায় রাখা পরিত্যক্ত মালামালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার রাতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মোরশেদুল ইসলাম জানান, গত ১০ সেপ্টেম্বর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের পর সেখান থেকে উদ্ধার করা পরিত্যক্ত মালামাল রাখা হয় সিলমুন বাজার এলাকার রফিকুল ইসলামের গুদামে এবং এর সামনে রাস্তার পাশে। গত রাত পৌনে ১০টার দিকে রাস্তার পাশে রাখা মালামালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
তিনি জানান, আগুনে ভাঙ্গারি মালামাল ও ফয়েলস পেপার পুড়ে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে। বিড়ি-সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।