নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় দুর্ঘটনায় দায়ের করা মামলায় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিএনপির প্রাক্তন সাংসদ সৈয়দ মকবুল হোসেনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ট্যাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এতে ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী থানায় হত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগে দুটি মামলা হয়।