গাজীপুর : গাজীপুরে ঢাকা-টঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় রাজু আহমেদ (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কড্ডায় এই দুর্ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ে পুলিশের এসআই মো. আব্দুস সালাম জানান, কড্ডা এলাকায় টাঙ্গাইলগামী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজু আহেমদ মারা যান। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, নিহতের সঙ্গে থাকা ভোটার আইডি কার্ড থেকে তার নাম জানা যায়। তার বাবার নাম আতিয়ার রহমান। বাড়ি ঝিনাইদহে।
তিনি আরো জানান, নিহতের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।