সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক খাদে পড়ে চার গরুসহ আব্দুল লতিফ (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ট্রাকে থাকা আরো পাঁচজন।
শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল দাখিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী আব্দুল লতিফ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার নান্দালিয়া গ্রামের হারেজ আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, ঠাকুরগাঁও থেকে কিশোরগঞ্জগামী গরুবোঝাই ট্রাকটি রায়গঞ্জ উপজেলার ষোলমাইল দাখিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চার গরুসহ ব্যবসায়ী আব্দুল লতিফ নিহত হন। আহত হন ট্রাকে থাকা আরো অন্তত পাঁচজন।
পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ব্যবসায়ীর লাশ ও ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।