
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেও সবাইকে তিনি খুশি করতে পারেন না। তবে ইউরোপের কিছু মাদকব্যবসায়ী ট্রাম্পের চেহারার মতো করে উদ্দীপনাদায়ক নেশাজাতীয় ট্যাবলেট অ্যাস্টেসি উৎপাদন করেছে।
চলতি সপ্তাহে জার্মান পুলিশ কমলা রংয়ের প্রায় পাঁচ হাজার এসব ট্যাবলেট উদ্ধার করেছে। এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৬ হাজার মার্কিন ডলার বলে জানানো হয়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, শনিবার জার্মানির উত্তর-পশ্চিমে অসনাব্রুয়েক শহরে অস্ট্রিয়ায় নিবন্ধিত একটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। গাড়িটির যাত্রী ছিলেন ৫১ বছরের এক ব্যক্তি ও তার ১৭ বছরের ছেলে। তাদের দাবি, তারা নেদারল্যান্ডসে একটি গাড়ি কিনতে গিয়েছিলেন, কিন্তু পছন্দ না হওয়ায় তারা বাড়ি ফিরে যাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, গাড়ির ভেতর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার ছাঁচে উৎপাদিত পাঁচ হাজার পিস অ্যাস্টেসি ট্যাবলেট এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।