ট্রাম্পের ফোনে আড়িপাতার খবর মিথ্যা

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনকালে তার ফোনে আড়িপাতা হয়েছিল বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন, তাকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখপাত্র।

ওবামার মুখপাত্র কেভিন লুইস বলেন, ‘যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের ওপর নজরদারি করার আদেশ না প্রেসিডেন্ট ওবামা দিয়েছিলেন, না অন্য কোনো হোয়াইট হাউস কর্মকর্তা।’

এর আগে যুক্তরাষ্ট্রের সময় শনিবার সকালে এক টুইটে ট্রাম্প বলেন, ‘ভয়ংকর! এইমাত্র জানলাম নির্বাচনে বিজয়ের আগে ট্রাম্প টাওয়ারে আমার তারবার্তায় আড়ি পাতেন ওবামা। কিছুই পায়নি। এটি ম্যাকার্থিইজম।’

ট্রাম্প জানান, এর আগে একটি আদালত ফোনে আড়িপাতার অনুরোধ নাকচ করে দেন।

তবে এই দাবির সমর্থনে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। তা ছাড়া কোন আদালতকে নির্দেশ করছেন তিনি, তাও জানাননি।

এর প্রতিবাদে এক বিবৃতিতে কেভিন লুইস বলেন, ‘ওবামা প্রশাসনের অন্যতম প্রধান নীতি ছিল যে, কোনো হোয়াইট হাউস কর্মকর্তা বিচার বিভাগ পরিচালিত কোনো স্বাধীন তদন্তে কখনো হস্তক্ষেপ করবে না।’