ট্রাম্প দ্বিতীয়বার নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দ্বিতীয়বার নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন।

এবারের নিষেধাজ্ঞায় কিছু বিষয়ে পরিবর্তন এসেছে। তবে মোটা দাগে আগের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের সাত দিনের মাথায় ২৭ জানুয়ারি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প।

নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় কী আছে, কী নেই

২৭ জানুয়ারির নিষেধাজ্ঞার আলোকে ছয়টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে এবারের তালিকায় নেই ইরাক।

হোয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছেন, ইরাক সরকার নাগরিকদের ভিসা যাচাই-বাছাই ও তথ্য-উপাত্ত লেনদেনের উন্নতি করায় দেশটিকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ রাখা হয়েছে।

নতুন আদেশে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এরই মধ্যে যেসব শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছেন, তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে। সিরীয় শরণার্থীদের জন্য অনির্দিষ্টকালের যে নিষেধাজ্ঞা জারি করা হয়, নতুন নিষেধাজ্ঞায় তা রাখা হয়নি।সিরিয়াসহ সব দেশের শরণার্থীর জন্য ১২০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রথমবারের ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া অর্থাৎ গ্রিনকার্ডধারী লোকজনও বিড়ম্বনায় পড়েন। আদেশ জারির পর নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশের গ্রিনকার্ডধারী নাগরিকদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে গ্রিনকার্ডধারীদের এবার নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

আগের নিষেধাজ্ঞায় ধর্মীয় সংখ্যালঘু বিবেচনায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বিশেষ সুবিধার কথা বলা হয়েছিল। এ নিয়ে ট্রাম্পের সমালোচকরা দাবি করেন, খ্রিষ্টান শরণার্থীদের অগ্রাধিকার দেওয়া পক্ষপাতদুষ্ট নীতি। এবার ধর্মীয় সংখ্যালঘু শরণার্থীদের জন্য বিশেষ ব্যবস্থার কথা নেই।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।