আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৯ এপ্রিলে অনুষ্ঠেয় সাংবাদিকদের নৈশভোজে অংশ নেবেন না বলে জানিয়েছেন।
শনিবার এক টুইটার বার্তায় ট্রাম্প এ কথা জানান।
ওই টুইটার বার্তায় ট্রাম্প লেখেন, ‘আমি এ বছরের হোয়াইট হাউসের করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে অংশ নেব না। আশা করি সবাই ভালো থাকবেন এবং একটি সুন্দর সন্ধ্যা কাটাবেন।’
হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার এক দিন পরেই ট্রাম্প এই ঘোষণা দিলেন।
এদিকে এর আগেই ব্লুমবার্গ নিউজ ও নিউ ইয়র্কার ম্যাগাজিন এই নৈশভোজে অংশ নেবে না বলে জানায়। একই সঙ্গে এই নৈশভোজ প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে সাংবাদিকদের প্রতি।
গত শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে ঢুকতে দেওয়া হয়নি বিবিসি, সিএনএন, বাজফিড ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধিদের।
১৯২৪ সাল থেকে অন্তত একবার হলেও সাংবাদিকদের জন্য নৈশভোজের এই আয়োজন করে আসছে হো্য়াইট হাউস। বারাক ওবামা তার সময়ে আটবার এই আয়োজন করেছিলেন। ওই অনুষ্ঠানে সেলিব্রেটি, সাংবাদিক, রাজনীতিবিদ এবং মার্কিন প্রেসিডেন্ট অংশ নেন। অতীতে ট্রাম্প নিজেও এই নৈশভোজে অংশ নিয়েছিলেন।