ট্রেনে ছিটানো হলো জীবাণুনাশক স্প্রে

নিজস্ব প্রতিবেদকঃ জীবাণুনাশক স্প্রে ছিটানো হলো সোনার বাংলা এক্সপ্রেস ও মেঘনা এক্সপ্রেস ট্রেনে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে করোনা ভাইরাস প্রতিরোধে এ জীবাণুনাশক ছিটানো হয় ট্রেনে।
সচেতনতা বৃদ্ধি ও যাত্রী সুরক্ষার অংশ হিসেবে রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমানের তত্ত্বাবধানে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা করে যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম জোন।
সাদেকু্র রহমান  বলেন, যাত্রীদের নিরাপদ ট্রেন ভ্রমণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিনই ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন ডিসিও আনসার আলী, এএমই আইসি জাহিদ হোসেন, স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী, স্টেশন মাস্টার মাহবুবর রহমান, সিআই আরএনবি আমান উল্লাহ আমান ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।