ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নছিমন দুর্ঘটনায় ১জনের মৃত্যু

মোঃ রকি হাসান পীরগঞ্জ থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্যালোচালিত নছিমন  (ভটভটি) থেকে পড়ে গিয়ে তোজাম্মেল হক (৩৫) নামের এক জনের মৃত্যু হয়েছে।
 আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) পীরগঞ্জ উপজেলার সেনুয়া ভাংগা ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। স্হানীয় লোকজন জানান, নিহত তোজাম্মেল হক  শ্যালোইঞ্জিন চালিত নছিমন (ভটভটির) চালক ছিলেন।
অন্যান দিনের মতো  বাড়ি থেকে পীরগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়ী থেকে পড়ে গিয়ে  ঘটনাস্থলেই তিনি মারা যান। দূর্ঘটনায় নিহত তোজাম্মেল উপজেলার ভোমরাদহ ইউনিয়নের দক্ষিণ সেনুয়া গ্রামের মৃত তসির উদ্দিনের ১ম ছেলে।
দূর্ঘটনায় তোজাম্মেলের মৃত্যুর নিশ্চিত করেন, ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক।