
মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও শহরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। আজ (১ ফেব্রুয়ারি) মঙ্গলবার ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়কে এই ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।
ঠাকুরগাঁও পৌরসভার উদ্যোগে পৌরশহরের বঙ্গবন্ধু সড়ক এর উপরে ফুটপাত দখলকৃত সকল দোকানদারদের ডেকে বিভিন্ন মালামাল সরিয়ে নিতে বলেন মেয়র। এই অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পৌরসভার প্রকৌশলী বেলাল হোসেন, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, দ্রৌপদী দেবী আগারওয়ালা, ওয়ালিউর রহমান অলি সহ বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
পৌর মেয়র বলেন, এভাবে ফুটপাত দখলের ফলে সড়কে ভয়াবহ যানজট লেগেই থাকে সাধারণ মানুষদের চলাচলে অনেক সমস্যা দেখা দেয়। বারবার দখলদারদের নোটিশ করেও কোন লাভ হয়নি, তাই আজ পৌরসভার পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করলাম।
ফুটপাত দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এবং ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।