ঠাকুরগাঁওয়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ক্রীড়াই পারে শিশুর উচ্ছ্বল মনকে আরও প্রাণবন্ত করে তুলতে। ক্রীড়ার ছায়াতলে মনের পশুত্বগুলো সকল মোহ ত্যাগ করে। আর সংস্কৃতি করে তোলে মনকে উন্মুক্ত।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের তেওয়ারিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২ দিন ব্যাপী (২৬ এবং ২৮ জানুয়ারি) শুখানপুকুরী ইউনিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, ২ দিন ব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শুখানপুকুরী ইউনিয়নের ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৬০ জন শিক্ষার্থী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে।