ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া শ্মশানঘাট কালীমন্দির থেকে গোকুল দাস (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। গোকুল দাস ঠাকুরগাঁও কলেজপাড়ার মৃত পাথারু দাসের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে। তারা হলেন গোকুল দাসের স্ত্রী গীতা রানী (৪৫) ও মেয়ে পিপাসা দাস (৩০)।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, কলেজপাড়া এলাকার বাইসাইকেল মেকার গোকুল দাস কাজ শেষে রোববার রাতে বাড়ি ফেরেন। পরে স্ত্রী ও মেয়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ সময় তিনি স্ত্রী ও মেয়েকে মারধর করেন। একপর্যায়ে গোকুল দাস বাড়ি থেকে বেরিয়ে যান। সোমবার সকালে টিকাপাড়া শ্মশানঘাট কালীমন্দিরে গোকুল দাসের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোকুল দাস আত্মহত্যা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে থানায় আনা এসেছে।