ঠাকুরগাঁওয়ে দু’টি আবাসিক হোটেলকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দু’টি আবাসিক হোটেলকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে এনডিসি ইফতেখার ইউনুুসের নেতৃত্বে মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে মকবুল আবাসিক ও জাহের আবাসিক (হোটেল) নামের দুইটি প্রতিষ্ঠানকে লাইন্সেস ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার দরুন প্রত্যেককে ১ হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, লাইন্সেসসহ প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করার জন্য ১ সপ্তাহের আল্টিমেটাম দেন উক্ত আদালত।