এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ন্যায্য মজুরির দাবিতে ইক্ষু খামার শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) বেলা ১২ টায় ঠাকুরগাঁও ইক্ষু খামার শ্রমিকববৃন্দের আয়োজনে শহরের প্রানকেন্দ্র চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়।
জেলা ইক্ষু খামার শ্রমিকবৃন্দের সভাপতি ফয়েজউদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুজন আলী, কার্যকরী সদস্য সেইলেন চন্দ্র, রাজেন ও তপন সহ প্রমুখ।
এসময় সকল বক্তারা তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন। এবং আগামী ৩০ নভেম্বর পর্যন্ত যদি কোন সুরাহা না হয় তাহলে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য যে, মানববন্ধনে ঠাকুরগাঁওয়ের সকল ইক্ষু খামার শ্রমিকরা উপস্থিত ছিলেন।