
এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জনপ্রিয় প্রত্যয় ক্রীড়া ও সাহিত্য সংসদ ক্লাবের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ক্লাবটির সাবেক ও বর্তমান খেলোয়াড়রা অংশগ্রহণ করে। সাবেক ও বর্তমানের মিশেলে গঠিত হয় সিনিয়র একাদশ এবং বর্তমান কিশোর খেলোয়াড়দের নিয়ে গঠিত হয় জুনিয়র একাদশ।
সোমবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় ঠাকুরগাঁও পৌরসভার ২ নং ওয়ার্ড পূর্ব গোয়ালপাড়ার লাইফ লাইন একাডেমীস্থ ক্লাব অফিসের সামনের মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় জুনিয়র একাদশ সিনিয়র একাদশকে ৬৯ রানে পরাজিত করে। জুনিয়র একাদশের বাবু (৪১ রান , ৫ উইকেট) ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়।
প্রীতি ক্রিকেট ম্যাচটি শেষে পুরষ্কার বিররণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিনিয়র একাদশের অধিনায়ক মো. নাহিদ আলম নিউমুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. জুয়েল রানা।