ঠাকুরগাঁওয়ে বৈশাখী টেলিভিশনের ‘গৌরবের এক যুগ’ উদযাপন

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের অঙ্গীকার’ স্লোগান নিয়ে ২০০৪ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে বৈশাখী টেলিভিশন। জনপ্রিয় এই টেলিভিশন চ্যানেলটির এক যুগ পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও এক যুগ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়।

বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আলি, ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার মোল্লা প্রমুখ।

আলোচনা সভা শেষে শিশুদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী ও এক যুগ পূর্তি উৎসব উদযাপন করা হয়।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানসমূহে ঠাকুরগাঁও প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এবং অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।