ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে নির্মিত ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ।

এর আগে, একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ০১ মিনিটে শহীদ মিনারে ঠাকুরগাঁওবাসীর পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাঈশীসহ আরও অনেকে।

একুশের প্রথম প্রহরে জেলাবাসী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পনের পর বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

সকাল ৭ টায় শুরু হয় প্রভাতফেরি ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুষ্পার্ঘ অর্পন। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়।

একুশের চেতনাকে বুকে লালন করে সকল বাধা ডিঙিয়ে সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শহীদ মিনারে আসা সর্বস্তরের মানুষ।