এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি : সাঁওতাল শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে সাঁওতালী বর্ণমালা ব্যবহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে সান্তাল স্টুডেন্টস ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ ফ্রেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় সান্তাল স্টুডেন্টস ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁও জেলা শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সান্তাল স্টুডেন্টস ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মধু মুরমুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনোতোষ কুমার দে, তাবিথা সংবাদের সম্পাদক স্টেফান সরেন, সাঁওতাল সমন্বয় পরিষদের সভাপতি কর্নেলিয়াস মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি মি. হিংগু মুরমু, সাঁওতাল লেখক ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রদীপ হেমব্রমসহ আরও অনেকে।
এসময় বক্তারা দ্রুত সাঁওতাল শিশুদের মাতৃভাষা অবিকৃত অবস্থায় রেখে শিক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য অর্জনের জন্য সাঁওতালী বর্ণমালায় প্রাক-প্রাথমিক পাঠ্যপুস্তক রচনা করে দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।
উল্লেখ্য যে, এসময় মানববন্ধনে শিক্ষার্থী, সাঁওতাল নেতা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন এবং তাবিথা সংবাদ, সাঁওতাল লেখক ফোরাম, বিএনইএলসি সাহিত্য বিভাগ, সান্তাল লেখক ফোরাম ও সাঁওতাল সমন্বয় পরিষদ বাংলাদেশ একাত্বতা ঘোষণা করেন।