এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ত্রি- বার্ষিক সম্মেলন ২০১৬ এর উদ্বোধন ঘোষণা হয়। শনিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব, ঠাকুরগাঁওয়ের কৃতিসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ঠাকুরগাঁও পৌরমেয়র মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট শাহেদ কামাল চৌধুরী ডালিম, ঠাকুরগাঁও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নুর করিম।
ত্রি- বার্ষিক সম্মেলনের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান মো. তৈমুর রহমান। ত্রি- বার্ষিক সম্মেলনের ২০১৬ এর উদ্বোধন ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পুলিশের সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ত্রি- বার্ষিক সম্মেলন ২০১৬ তে বিএনপির প্রায় ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।