ডবল সেঞ্চুরিতে চোখ কুশলের

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭০ রান তোলে শ্রীলঙ্কা। পরের ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৮ রান তোলে। আর শেষ ২৮ ওভারে ১ উইকেট না হারিয়ে ১৪৩ রান তোলে শ্রীলঙ্কা। দিনশেষে তাদের স্কোরবোর্ডে জমা হয়েছে ৪ উইকেট হারিয়ে ৩২১ রান।

ক্রিজে আছেন কুশল মেন্ডিস ১৬৬ রানে ও নিরুশান ডিকওয়েলা ১৪ রানে। শুরুতে শুভাশীষের বলে শূন্যরানে আউট হয়েছিলেন মেন্ডিস। কিন্তু নো বলে কারণে বেঁচে যান। দিনশেষে ১৬৬ রানে অপরাজিত তিনি। আগামীকাল বুধবার দ্বিতীয় দিনে নিজের ক্যারিয়ারের প্রথম দ্বিশতক তুলে নিতে চান কুশল মেন্ডিস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ডবল সেঞ্চুরি করতে মুখিয়ে আছি। এর আগে পাল্লেকেলেতে ডবল সেঞ্চুরি মিস করেছিলাম (১৭৬)। এবার আর তেমন কিছু হতে দিতে পারি না। কারণ, আমি একজন সেট ব্যাটসম্যান। তাছাড়া দল আমার কাছ থেকে একটি বড় ইনিংস প্রত্যাশা করছে। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ডবল সেঞ্চুরি কিংবা তার চেয়ে বেশি কিছু করতে।’

নিজের আউটের বিষয়ে তিনি বলেন, ‘আজ আমি নিজের প্রথম খেলা বলটিতেই ভুল শট খেলেছিলাম। সাধারণত আমি এভাবেই খেলি। ওই শটটি খেলার পর আমি জীবন পাই। সুযোগ পেয়ে আমি আমার ও দলের প্রতি দায়িত্ব পালন করছি। আমি সেই সুযোগটি নিয়ে দলের জন্য প্রয়োজনীয় কাজটি করছি।’

পিচের বিষয়ে সেঞ্চুরিয়ানের মন্তব্য, ‘এটা আসলে ব্যাটিং বান্ধব উইকেট। সেক্ষেত্রে এটা অবাক হওয়ার কিছু না যে বাংলাদেশ তিনজন পেসার নিয়ে খেলছে আর আমরা তিনজন স্পিনার নিয়ে খেলছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মাঠের উইকেট বেশ পরিবর্তিত হয়েছে। তবে এই উইকেটে ব্যাটিং করা সহজ। সে কারণে প্রত্যেক দলেই একজন অতিরিক্ত বোলার খেলানো জরুরি। কারণ, দুজন ব্যাটসম্যান যদি সেটা হয়ে যান তাহলে দলের বোলারদের খুব একটা চাপ নিতে হয় না। একজন অতিরিক্ত বোলার খেলানোটা বড় কোনো ইস্যু নয়।’