
অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি হিসেবে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
আগামীকাল ১২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে কোম্পানিটি পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ৩০ শতাংশ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না। ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এদিকে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক ও বিও হিসাবে পাঠিয়েছে।
সূত্র জানায়, কোম্পানিটি লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আর নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে ডরিন পাওয়ার ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ।