ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষে নিহত ২

চাঁদপুর জেলা প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড এবং মাটিবাহী ট্রলারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সদর উপজেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতেরা হলেন—মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বলেন, ‘বালুবাহী বাল্কহেড হাজীগঞ্জ থেকে চাঁদপুরে আসছিল। ঘন কুয়াশার কারণে চাঁদপুরের ডাকাতিয়া নদীর মমিনপুর এলাকায় মাটিবাহী ট্রলারের সঙ্গে ওই বাল্কহেডের সংঘর্ষ হয়। এ ঘটনার পর বাল্কহেড ও ট্রলারটি ডুবে যায়। এতে নদীতে পড়ে যান ১১ শ্রমিক। পরে অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে, পরে একে একে নদী থেকে পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।’