ডিএমপির পুলিশ পরিদর্শক পদে ছয় কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদে ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

যাদের বদলি করা হয়েছে তারা হলেন- নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়াকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ভাটারা থানা, পরিদর্শক সাইফুল ইসলাম শিকদারকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সূত্রাপুর থানা, মো. রকিবুল ইসলামকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামপুর থানা, এ কে এম হাবিবুল ইসলামকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগ, মো. সিদ্দিকুর রহমানকে লজিস্টিক বিভাগ এবং নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেনকে গোয়েন্দা পশ্চিমে বদলি করা হয়েছে।