ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
রোববার এ বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী।
তিনি জানান, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৮৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৩৪৫ গ্রামের ২০৫ পুরিয়া হেরোইন, ৮০ বোতল ফেনসিডিল ও ৮১৯ পিস ইনজেকশন জব্দ করা হয়েছে।