অর্থনৈতিক প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৫২৬ কোটি ৭৮ লাখ টাকা লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৩৫ কোটি ৫৩ লাখ টাকা কম। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে বেলা পৌনে ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা। দিন শেষে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫ পয়েন্ট, সিএসইতে বেড়েছে ১২ পয়েন্ট। এদিন প্রকৌশল ও আর্থিক খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে লেনদেন হয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৮৩ পয়েন্টে। সিএসইতে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ৩৮ কোটি টাকার লেনদেন হয়েছে। সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।