ডিজিটাল বাংলাদেশের সুফল শিক্ষার্থী সহ আমরা সকলে ভোগ করছি

মো: রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি ॥  ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাগেরহাট জেলা আওয়ামীলীগের লীগের সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সুফল শিক্ষার্থী সহ আমরা সকলে ভোগ করছি। আর এই ডিটিটাল বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের সকলকে সহযোগীতা করতে হবে। ছাত্রলীগ ১৫ আগষ্টের কলঙ্কিত ইতিহাস ও দু:সহ স্মৃতি কখনো ভুলবে না। জাতির জনককে ওইদিন স্বপরিবারে হত্যা করে বাঙাগালী জাতিকে চির ঋণী করে রেখেছে এদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে। ছাত্রলীগ ওই ঋণ কোনদিন শোধ করতে না পারলেও বাংলার মাটিতে আর কোন ১৫ ও ২১ আগষ্টের পুণরাবৃত্তি হতে দিবেনা’।
বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরপার্কে অনুষ্ঠিত এক শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় সোহাগ এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগ শোক সভা, দোয়া অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করে। ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ সভায় আরো বলেন, ছাত্রলীগ করতে হলে সুশিক্ষা ও সাংগঠনিক নিয়ম নীতি অর্জন করতে হবে’।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. লিয়াকত আলী খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আ. লীগ নেতা ডা. মোসলেম উদ্দিন, মো. হাবিবুর রহমান, মো. শাহজাহান আলী, মোশারেফ হোসেন চাষী, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মুসফেকুর রহমান নাহার, কমলেশ চন্দ্র বেপারী, শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান ও মো. রাসেল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক আবু ফয়েজ নিশাত, পৌর শাখার সভাপতি মনিরুজ্জামান রাজ্জাক, কলেজ শাখার সভাপতি বায়জীদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম ও শরণখোলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. হাসান মীর বক্তৃতা করেন।