ডিপিএল শেষ মুশফিকের

বাঁ হাতের আঙুলে চিড় ধরায় এবারের ঢাকা প্রিমিয়ার লিগে আর খেলতে পারবেন না মুশফিকুর রহিম। জিম্বাবুয়ে সফরের আগে ফিট হওয়ার জন্য এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকের।

আঙুলের চোটে পড়লেও সেটা খুব বেশি গুরুতর নয়। জিম্বাবুয়ে সিরিজের কথা মাথায় রেখে আপাতত বিশ্রামে রাখা হচ্ছে তাকে। ধারণা করা হচ্ছে, সাতদিন বিশ্রামে থাকলেই সুস্থ হয়ে উঠবেন তিনি। ফলে জিম্বাবুয়ে সফরে তাকে নিয়ে শঙ্কা নেই বললেই চলে।

ডিপিএলের এবারের আসরে ১৩ ম্যাচ খেলেছেন মুশফিক। ব্যাট হাতে ৩৮.১৪ গড়ে ২৬৭ রান করেছেন আবাহনীর এই অধিনায়ক। দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালনের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মুশফিক। হাতের ব্যথা নিয়ে ম্যাচ শেষ করেন। ম্যাচ শেষে স্ক্যান করানো হলে তাতে চিড় ধরা পড়ে।