নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ থেকে আটক ১১ জন ভুয়া গোয়েন্দা পুলিশের পরিচয়ে ডাকাতি করত বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে আবদুল বাতেন বলেন, আটককৃতরা ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি করত। শনিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে সবুজবাগ এলাকা থেকে অস্ত্র-গুলিসহ ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ১১ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. ইউসুফ কাজী, মো. আলাউদ্দিন আলী, মো. আকাশ রহমান মিন্টু, মো. আফসার আলী, ফারুক হোসেন, মো. আ. মালেক মিয়া, মো. মাসুদ পারভেজ, মো. শাহিন কাজী, মো. লিটন শেখ, মো. মাসুম গাজী ও মো. আসলাম শেখ।
আটককৃতদের কাছ থেকে চারটি গাড়ি, তিনটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি দেশীয় পাইপগান, তিনটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, ডিবি পুলিশের পাঁচটি জ্যাকেট, পাঁচটি হাতকড়া ও একটি ব্যাগ জব্দ করা হয় বলে তিনি জানান।
তিনি আরো বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।