ডিমলার একটি বাজারে আগুনে পুড়ে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ভস্মিভুত

মহিনুল ইসলাম সুজন নীলফামারী প্রতিনিধি ॥নীলফামারীর ডিমলায় মঙ্গলবার রাত পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ বাজারের ৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মিভুত হয়েছে।
এলাকাবাসী সূত্র জানা যায়, রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ওই বাজারের ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পুর্ণ পুড়ে যায়। এতে ক্ষতির পরিমান ১৫ লাখ টাকা ব্যবসায়ীরা দাবি করলে ডিমলা ফায়ার সার্ভিস ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলছে ৭ লাখ টাকা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, ফারুক হোসেন (আরএফএল’র পণ্য ব্যবসায়ী),  জসিয়ার রহমান (সাইকেল পার্টস), লিটন মিয়া (কাপড়), লেবু মিয়া (মুদি) ও সাজু মিয়া (মোবাইল ইলেক্টোনিক্স)। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ডিমলা ফায়ার সার্ভিজের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।