ডিমলার বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ভুট্টা বীজ ও সার বিতরন করলেন-এমপি আফতাব

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ– নীলফামারীর ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৪ হাজার ৫শ পরিবারের মাঝে সার ও বীজ বিতরনের উদ্বোধন করা হয়েছে।বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষে প্রনোদনা কর্মসুচীর আওতায় বিনামুল্যে এসব সার ও বীজ বিতরন করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ প্রত্যেক কৃষককে ২কেজি করে ভুট্টার বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরনের উদ্বোধন করেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তপন কুমার রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ললিত চন্দ্র রায়, উপজেলা আ”লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, টেপাখড়িবাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মিয়ার উদ্দিনসহ উক্ত ইউনিয়নের সরকারদলীয় মনোনীত ইউপি চেঢারম্যান প্রার্থী ময়নুল হক প্রমুখ।