মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারীর ডিমলায় সোমবার দুপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্যছাতনাই গ্রামের ফারুকুজ্জামানের পুত্র নাজমুল আহম্মেদ সবুজ(৩৫) ও সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া গ্রামের মেডিকেল মোড়ের মৃত অছিলত আলীর পুত্র মাদক স¤্রাট আনিছুর রহমান(৪৫)। উপজেলা পরিষদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
ডিমলা থানার সাবইন্সপেক্টর সাহাবুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলা সদরে ভূমি রেজিষ্টার অফিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় আটককৃতদের ব্যবহৃত একটি নম্বর বিহীন পালসার ১৫০ সিসি মটরসাইকেল জব্দ করাসহ এক পুড়িয়া হেরোইন ও চারটি ইয়াবা উদ্ধার করা হয়। আটক আনিছুর রহমান দীর্ঘদিন থেকে বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধিন রয়েছে। এছাড়া অপর আটককৃত নাজমুল আহম্মেদ সবুজ এক সময় বিজিবিতে চাকুরীকরাকালীন শৃংখলাবিরোধী কাজে জড়িত থাকার অপরাধে সে চাকুরীচ্যুত হয়।