ডিমলায়-উন্নয়ন মেলার উদ্ধোধন ও শোভাযাত্রা

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ-নীলফামারীর ডিমলায় সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন মোড় প্রদিক্ষন শেষে উপজেলা মাঠে এসে শেষ হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের নেতৃত্বে উক্ত শোভাযাত্রায় নীলফামারী-১ স্হানী  আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা- আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ  চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী আবু জাফর মোঃ সালেহ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ সরকার উপস্থিত ছিলেন।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাথী, সরকারী বিভিন্ন দপ্তর  অংশগ্রহন করেন।
৩ দিন ব্যাপি সরকারী উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে ৪৪টি স্টল করা হয়েছে। বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলাটির উদ্বোধন করেন।