ডিমলায় গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

মহিনূল ইসলাম সুজন, ক্রাইম রিপোর্টার নীলফামারী॥ নীলফামারী ডিমলায় গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ডিমলা থানার এসআই মাসুদ মিয়া শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব ছাতনাই ঝাড়সিংশ্বের গ্রাম তিস্তার বাধ থেকে আলমগীর হোসেন (২২)কে ১কেজি গাজাসহ আটক করা হয়। সে পূর্ব ঝাড়সিংশ্বের গ্রামের মতিয়ার রহমানের পুত্র। এ ঘটনায় মাদক বিক্রির মুলহোতা একই প্রামের শাহাজানের পুত্র মিলন (২৪)পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় । ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যাহার মামলা নং(৫) তারিখ ৫/৮/২০১৭ইং ।