
মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারীর ডিমলায় মাদক,জঙ্গি,সন্ত্রাস নির্মূল ও বাল্য বিবাহ রোধ কল্পে গণসচেতনতা সৃষ্টির লক্ষে সেমিনার অনুষ্ঠিত।
শনিবার(২৯শে এপ্রিল) দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে মাদক,জঙ্গি,সন্ত্রাসনির্মূল ও বাল্য বিবাহ রোধ কল্পে গণসচেতনতা সৃষ্টির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।এতে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকা,শিক্ষাথী,সচেতন নাগরীক,সুশীল সমাজ অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি-জেলা প্রশাসক জাকীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।এ ছাড়াও বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, ডিমলা উপজেলা মাদক,সন্ত্রাস,জঙ্গি বিরোধী কমিটির আহবায়ক হানিফ সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া, ডিমলা মহিলা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান,ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-লুৎফর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,জনপ্রতিনিধি,রাজনৈতিকÑসামাজিক সংগঠন ও সুশীল সমাজের ব্যক্তিবর্গগন ।