মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃঃ-নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে মঙ্গলবার বিকালে নৌকাডুবির ঘটনায় এখনো নিখোজ ব্যক্তির কোনো সন্ধান খুজে পায়নি ডুবুরীদল।
মঙ্গলবারের এই ঘটনায় নৌকায় থাকা বাকী ৩৯ জন যাত্রী প্রাণে রক্ষা পেলেও একজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন ।
বুধবার দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। রংপুর থেকে দুপুরে ডুবুরী দল আসলেও প্রবল স্রোতের কারনে তারাও খুজে বের করতে করতে পারছেন না।
উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, ঘটনার দিন সকালে তিস্তা নদীর কালিগঞ্জ এলাকার ৪০ জন ইঞ্জিন চালিত নৌকা যোগে তিস্তা নদীর ওপারে চরে ঘাস কাটাসহ নানান কাজে যান।
তারা স্ব-স্ব কাজ সেরে পুনরায় নৌকাযোগে বিকালের দিকে ফিরে আসবার পথে তিস্তা নদীর ঝাড়শিঙ্গেশ্বর জিরো পয়েন্ট এলাকায় নদীর স্রোতের তোপে পড়ে নৌকাটি নদীতে ডুবে যায়। নৌকায় থাকা ৪০ জন যাত্রীর মধ্যে ৩৯ জন সাঁতরিয়ে প্রাণ রক্ষা করতে পারলেও মকবুল হোসেন (৩০)নামের একজন নিখোঁজ হয়। নিখোঁজ মকবুল কালিগঞ্জ গ্রামের আজাহার আলী ছেলে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানায়, নিখোঁজ মকবুলকে উদ্ধারে ফায়ার সার্ভিসের রংপুরের ডুবুরী দল দুপুরে এসেছে কিন্তু দুই ঘন্টা চেষ্টায়ও তার কোনো সন্ধান পায়নি।নদীতে প্রবল স্রোত থাকার কারনে নিখোজ মকবুল হোসেনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।