ডিমলায় পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারীর ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের পুর্বপাড়া গ্রামে সোমবার সকালে পুকুরে পড়ে তানহা নামের ১৫মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি একই এলাকার তহিবুল ইসলামের সন্তান।একমাত্র সন্তান হারিয়ে বারবার সঙ্গা হারিয়ে ফেলছিলেন শিশুটির পিতা মাতা। উক্ত ইউপি’র চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন জানান,সকালে পরিবারের লোকেদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে নিহত হয়ে ভেসে উঠলে এলাকাবাসী প্রথম দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেন। ডিমলা থানার এসআই মাসুদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।