ডিমলায় ফেন্সিডিল সহ মাদক বিক্রেতা রাজ্জাক আটক

আটক

ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ নীলফামারীর ডিমলায় ফেন্সিডিল সহ মাদক বিক্রেতা রাজ্জাক(৫৫) কে আটক করেছে থানা পুলিশ।সে উপজেলা সদরের সীমা সিনেমা হল পাড়ার মৃত-আঃ গফুরের ছেলে।

আজ বৃহস্পতিবার আটককৃত সেই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়।
জানা গেছে,বুধবার রাত-৮টা ৩০মিিনটে গোপন সংবাদের ভিিত্ততে

ডিমলা থানার সাবইন্সপেক্টর শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সদরের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের পাশে লাদেন সাইদুলের চায়ের দোকানে অভিযান চালিয়ে তিন বোতল ভারতীয় ফেন্সিডিল,তিনটি একই পরিত্যাক্ত বোতল,মাদক বিক্রির সাত হাজার,সাতশত(৭৭০০)টাকা সহ রাজ্জাককে আটক করেন।

ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত ব্যক্তির নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যাহার