ডিমলায় বাসদ এর সমাবেশ

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি।।মহাজোটের বাইরে বাম বিকল্প গড়ে তোল,নতজানু নয় স্বাধীন পররাষ্ট্রনীতি,সন্ত্রাস, সাম্রাজ্যবাদ,পুজিবাদ,মৌলবাদ নিপাত যাক। এই শ্লোগানকে সঙ্গে নিয়ে নীলফামারীর ডিমলায় সমাবেশ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ(বি,এস,ডি) ।
সোমবার(৮ই মে) দুপুরে উপজেলার স্মৃতি অম্লান চত্ত্বরের সমাবেশে উপজেলা বাসদের সভাপতি লিটন মিয়া তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বাসদ এর কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক, কমরেড শওকত হোসেন আহমেদ,বিশেষ অতিথি গাইবান্ধা জেলা বাসদের সমন্বয়ক-বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম,বিশেষ বক্তা-গাইবান্ধা জেলা বাসদ নেতা,ডিমলা উপজেলা বাসদের সাধারন সম্পাদক-অজয় কুমার রায় প্রমুখ।
বক্তাগন এ সময়ে গনতন্ত্র,সমাজতন্ত্র,জাতীয়তাবাদ,ধর্মনির পেক্ষতা চালু করা,দেশের প্রতিটি মানুষের খাদ্য,বস্ত্র,বাসস্থান,শিক্ষা,চিকিৎসা,কর্মসংস্থান,ন্যায়বিচার,নিরাপত্তা নিশ্চিতের দাবি এবং ডিমলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি জাহেদুল ইসলাম জাহিদের নামে মিথ্যা নাটকীয় মামলা দিয়ে তার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের খুব শীঘ্রই গ্রেফতার করে বিচারের আওতায় আনবার জোর দাবি জানান।