ডিমলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষক নিহত

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সমেন্দ্র নাথ(৫২)নামের এক কৃষক নিহত হয়েছেন।সে একই এলাকার দক্ষিন খড়িবাড়ি হিন্দু পাড়ার মৃত,রমেশ চন্দ্র রায়ের পুত্র।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে,মঙ্গলবার(২৯শে মে) সন্ধ্যায় সমেন্দ্র নিজ ক্ষেতে পানি দেয়া সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হলে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ডিমলা সরকারী হাসপাতালে নেয়, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উক্ত ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।