মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ- নীলফামারীর ডিমলায় আজ শনিবার সকালে পল্লীশ্রী রি-কল প্রকল্পের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ডিমলা উপজেলা পরিষদ হলরুম, পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ ও ১৩টি সিবিওতে হাতধোয়া দিবসটি পালন করা হয়। অক্সযাফামের অর্থায়নে তিস্তার পাড়ের হতদরিদ্র নারীদের সাবলম্বী করার লক্ষে কাজ করছে পল্লীশ্রী রিকল প্রকল্পটি।
উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের সোনালী জন সংগঠনে হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোনালী জন সংগঠননের সভানেত্রী মহেছেনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, ইউপি সদস্য আজিজুল ইসলাম, মকবুল হোসেন, রহুল আমিন, পল্লীশ্রী রিকল প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর সুমিত্রা রানী প্রমূখ।