মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃঃ-
নীলফামারীর ডিমলায় মসজিদের দানের টাকা চুরি করা হয়েছে।
সোমবার গভীর রাতে উপজেলা সদরের বাবুরহাট(পশ্চিম পাড়া) জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে আনুমানিক ৫ হাজার টাকা চুরি হয়েছে। মঙ্গলবার সকালে মসজিদের মোয়াজ্জেম এনতাজ আলী প্রতিদিনের ন্যায় মসজিদ ঝাড়– দিতে এসে দান বাক্সের তালা খোলা দেখতে পেয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুল কাদের কে বিষয়টি অবগত করেন। সভাপতি এসে দান বাক্সের ঢাকনা খুলে দেখেন সেখানে দানের একটি টাকাও নেই।
সভাপতি আব্দুল কাদের বলেন, মসজিদের টাকা চুরির বিষয়টি অত্যন্ত দুঃখ জনক। সোমবার দূর্যোগপূর্ন আবহাওয়ার সুযোগে কে বা কাহারা রাতের অন্ধকারে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে ১ মাসের দানের আনুমানিক ৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।