ডিমলায়-মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ– নীলফামারীর ডিমলায়  মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মন্ডল (৯৫) শনিবার বিকালে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি—–রাজিউন)।তিনি দীর্ঘদিন থেকে শ্বাস কষ্ট জনিত রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ১কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার সকালে উপজেলার ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর সরকারপাড়া জামে মসজিদ মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় তার জানাযা শেষে একই এলাকার পারিবারিক করব স্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্হিত ছিলেন, ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র রায়, ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, পুর্ব ছাতনাই ইউপি চেযারম্যান- আব্দুল লতিফ খানসহ অনেকেই। তার মৃত্যুতে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য,(নিহতের সহযোদ্ধা) বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা- তবিবুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।