মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃঃনীলফামারীর ডিমলায় রোববার সকালে সাপের কামড়ে সামছুনেহার (৩৫) নামের ৪ সন্তানের জননীর মৃত্যু হয়েছে।নিহত গৃহবধু সদর ইউনিয়নের পাথরকুড়া গ্রামের দিলিপের স্ত্রী।
পারিবারিক সুত্রে জানা যায়, সামছুনেহার রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে গেলে সেখানে ডান পায়ে বিষাক্ত সাপ কামড় দেয়।তিনি সাপের কামড় বুঝতে না পেরে পায়ে ব্যথা অনুভব করায় বাড়িতে এসে মলম লাগিয়ে শুয়ে পড়েন।কিন্তু ভোরে বিষক্রিয়া শুরু হলে পরিবারের লোকজন তাকে ডিমলা হাসপাতালে ভর্তি করেন।
তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসক দ্রুত রংপুরে রেফার্ড করেন। রংপুর নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়েছে।
ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।