মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃঃ নীলফামারী জেলার ডিমলায় স্থান পরিবর্তন করে ১০টাকা কেজি চাল বিক্রির অভিযোগে একজন ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে।এবং আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ডিমলার ৭টি ইউনিয়নের হতদরিদ্রদের তালিকা অনুমোদন করা হয়েছে। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাচ্ছেল হোসেনসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের বাজারের কথা উল্লেখ করে ডিলারির অনুমোদন নিয়ে নিজ খেয়াল খুশিতে স্থান পরিবর্তন করে ১০টাকা কেজি চাল বিক্রির অভিযোগে ফেয়ার প্রাইজ ডিলার ফুল কুমারের ডিলারশীপ বাতিল করা হয়। ফুল কুমার চাল বিক্রি করার জন্য সুটিবাড়ী বাজারে গোডাউন দেখালেও বাজার থেকে ৬ কিলোমিটার দুরে গয়াবাড়ী ইউনিয়ন ফেডারেশনে একটি রুমে চাল রেখে তা বিক্রি করেন।
উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে অক্টোবর মাসের ১ম সপ্তাহে ৩টি ইউনিয়নের ১০ টাকা কেজির চাল বিক্রি করা হয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, চলতি সপ্তাহে অবশিষ্ট ৭টি ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিক্রি করা হবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাচ্ছেল হোসেন জানান,ইতিমধ্যে অনিয়মকারী গয়াবাড়ী ইউনিয়নের ডিলার ফুল কুমারের ডিলারশীপ টি বাতিল করে তাকে চিঠি দেয়াও হয়েছে।