ডিসিসি মার্কেটের আগুনের ঘটনায় কাউকে দোষারোপ করা যাবে না

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, গুলশান-১ নম্বর ডিসিসি মার্কেটের আগুনের ঘটনায় কাউকে দোষারোপ করা যাবে না। কী কারণে আগুনের ঘটনা ঘটেছে তা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অবশ্যই বের করা হবে।

বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এদিকে তৃতীয় দিনের মতো ধ্বংসস্তূপ থেকে আগুন জ্বলে ধোঁয়া বের হতে দেখা যায়।

মেয়র আনিসুল বলেন, ‘ব্যবসায়ীদের নেতাদের সঙ্গে কথা হয়েছে। কে-কত ক্ষতিগ্রস্ত হয়েছেন তা অবহিত করেছেন। মার্কেট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের যে তালিকা দেবে সে অনুযায়ী তাদের সহযোগিতা করা হবে। মার্কেটটি সিটি করপোরেশনের। এখানে অনেকদিন ধরে ব্যবসায়ীরা ব্যবসা করছেন। তাদের উচ্ছেদ করার প্রশ্নই আসে না। প্রয়োজনে সিটি করপোরেশন এর সংস্কার করে দেবে।’

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘এটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আর ঘটনার দিন যে বক্তব্য দিয়েছিলাম তা আমার ব্যক্তিগত নয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সেদিন ওই বক্তব্য দিয়েছিলাম। এখন এ ঘটনায় সিটি করপোরেশনও তদন্ত কমিটি করেছে। সরকারের অন্য সংস্থাগুলোও কাজ করছে। তদন্তে ব্যবসায়ীরা যে অভিযোগ করছেন তার প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যবসায়ীদের উদ্দেশে সাবেক এই ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘ব্যবসায়ীদের ভাইদের বলব, আপতত এ ঘটনায় কারো গাফিলতি বা দোষ দেবেন না। তদন্ত করতে দেন। তদন্তের পরই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। সরকার এবং সিটি করপোরেশন আপনাদের পাশে আছে। প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করা হবে।’

এদিকে বৃহস্পতিবার বিকেলেও তৃতীয় দিনের মতো ধ্বংসস্তূপের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্তূপ সরাতে গেলেই আগুন জ্বলে উঠছে। অবশ্য আগুন ছড়ানোর কোনো সুযোগ নেই বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত থেকে আগুনে মার্কেটের কাঁচাবাজার অংশ ধসে যায়। এছাড়া পাকা অংশও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে চার শতাধিক দোকানি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ব্যবসায়ীরা নেতারা দাবি করেছেন।