নিজস্ব প্রতিবেদক : আগুনে গুলশানের ডিসিসি মার্কেটের অবকাঠামোগত ক্ষতি হয়ে থাকতে পারে জানিয়ে, এ মার্কেট ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল।
রোববার ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা এ পরামর্শ দেন।
বিশেষজ্ঞ দলের প্রধান ডা. সৈয়দ ইশতিয়াক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে। এখানে দীর্ঘক্ষণ আগুন জ্বলার কারণে পাকা অংশেও আগুন ধরে যায়। এ থেকে ধারণা করা হচ্ছে অবকাঠামোগত সমস্যা হয়ে থাকতে পারে। তাই মার্কেট ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে।’
এদিকে রোববার দুপুরে দেখা গেছে ধ্বংসাবশেষ সরাতে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিন পাকা অংশের আরো কয়েকটি দোকান খোলেন দোকানিরা। অনেকেই আবার পোড়া দোকান ধোয়া-মোছার কাজ করছিলেন।
সোমবার গভীর রাতে ডিসিসি মার্কেটে আগুন লেগে প্রায় ৬০০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ী নেতারা দাবি করেছেন। আগুনে মার্কেটের কাঁচাবাজার অংশটি ধসে পড়ে।